Durgapur News : যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে দুর্গাপুরের ছাত্রী

বিশেষ চার্টার্ড বিমানে করে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশায় দিন গুণছেন মনশ্রীর বাবা-মা।

———————————————

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ অক্টোবর ২০২৩: পড়াশোনা করতে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের এক তরুণী। ভারত সরকারের ‘অপারেশন অজয়’ কী শেষ পর্যন্ত তাঁকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে পারবে, সেই দুশ্চিন্তায় দিন কাটছে বাবা-মায়ের।ইসরায়েলে যুদ্ধ শুরু হয়েছে। চারিদিকে হামাসের রকেট, গ্রেনেড আছড়ে পড়ছে। গুলির আওয়াজ ভেসে আসছে। পাল্টা গাজায় ভয়ঙ্কর আক্রমণ শানাচ্ছে ইসরায়েলও। সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার মনশ্রী চ্যাটার্জী সহ অন্যান্য পড়ুয়ারা। চরম উদ্বেগ নিয়ে তাঁদের দিন কাটছে কখনও হস্টেলে আবার কখনও বাঙ্কারে।

গত বছর সেপ্টেম্বরে পোস্ট ডক্টরেট করতে ইসরায়েলের তেল আভিভের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মনশ্রী। মাঝে একবার বাড়ি এসেছিলেন। সব ঠিক চলছিল। ৫ দিন আগে আচমকা ইসরায়েলের উপর হামাস রকেট হামলা চালাতেই পরিস্থিতি বদলে যায়। বহু ভারতীয় কর্মসূত্রে ও পড়াশোনার জন্য ইসরায়েলে রয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে সবাই আটকে রয়েছেন।

মনশ্রীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তাঁর বাবা সুশান্ত ও মা বাসন্তী চ্যাটার্জী। ভারত সরকার লাগাতার যোগাযোগ রেখে চলেছে ইসরায়েল সরকারের সঙ্গে। ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকার শুরু করেছে ‘অপারেশন অজয়’।  বিশেষ চার্টার্ড বিমানে করে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশায় দিন গুণছেন মনশ্রীর বাবা-মা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt