
দুর্গাপুর দর্পণ ডেক্স, ২৯ মার্চ ২০২৪: আধার কার্ড আপডেটের লাস্ট ডেট বাড়ল। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল 14 মার্চ। সেই তারিখ বাড়ানো হয়েছে। তবে তার মধ্যে আধার আপডেট না করলে সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছে আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। এমনকী আধার কার্ড বন্ধও করে দেওয়া হতে পারে। মূলত যাদের আধার কার্ডের বয়স 10 বছর পেরিয়েছে, তাদের এ বিষয়ে উদ্যোগী হতে হবে বলে জানা গিয়েছে।
#UIDAI extends free online document upload facility till 14th June 2024; to benefit millions of Aadhaar holders.
This free service is available only on the #myAadhaar portal. UIDAI has been encouraging people to keep documents updated in their #Aadhaar pic.twitter.com/eaSvSWLvvt— Aadhaar (@UIDAI) March 12, 2024
- UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in)-এ যান।
- ‘My Aadhaar’ ট্যাবে ক্লিক করুন।
- ‘Update Your Service’ অপশনটি সিলেক্ট করুন।
- ‘Update Address in your Aadhaar’ লিঙ্কে ক্লিক করুন।
- লগইন অপশনে ক্লিক করুন। আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে লগইন করুন।
- লগইন করার জন্য মোবাইলে ওটিপি আসবে। সেই OTP দিয়ে লগইন করতে পারবেন।
- লগইন করার পরে, update Aadhaar details and address অপশনটি পাবেন।
- এই অপশনে গিয়ে নতুন ঠিকানা এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- এরপর Submit-এ ক্লিক করুন।
- Service Request Number (SRN) তৈরি হবে।
- আধার আপডেটের অনুরোধ SRN-এর মাধ্যমে ট্র্যাক করা যেতে পারে।
#AadharCardFreeUpdate #AadharCardUpdate #mAadhar #UpdateDocumentInAadhar #UpdateAadhar
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।