দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জানুয়ারি ২০২৪: সৌদি আরবে (Saudi Arabia) ৭০ বছর পর ফের খুলছে মদের দোকান। রাজধানী রিয়াধে দোকানটি খুলবে। সেখানকার কূটনৈতিক আবাসনে দোকানটি খোলা হবে। দেশে থাকা অ-মুসলিম কূটনীতিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে মদ কিনতে গেলে কাঠখড় পোহাতে হবে অনেকখানি। প্রথমে খদ্দেরকে মোবাইল অ্যাপের মাধ্যমে বিদেশমন্ত্রকে নাম নথিভুক্ত করতে হবে। মন্ত্রকের তরফে একটি ক্লিয়ারেন্স কোড দেওয়া হবে। প্রত্যেকের জন্য মাসিক কোটা থাকবে। তবে ২১ বছরের নিচে কাউকে মদ কেনার অনুমতি দেওয়া হবে না। প্রসঙ্গত, সৌদি আরবে মদ খাওয়ার অভিযোগে জরিমানা, জেলার সাজা ও নির্বাসনে পাঠানোর আইন চালু আছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।