AFC Asian Cup 2023 : চোট পেলেন আকাশ মিশ্র, দল নিয়ে দুঃশ্চিন্তায় স্টিমাচ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ জানুয়ারি ২০২৪: বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপে ভারতের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে। সমস্যা বাড়িয়েছে অনুশীলনে আকাশ মিশ্রের চোট। আগেই চোটের জন্য ছিটকে গিয়েছেন আশিক কুরুনিয়ন, আনোয়ার আলি ও জিকসন সিং। সম্পূর্ণ সুস্থ নন সাহাল আব্দুল সামাদও। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

দলের প্রধান কোচ ইগর স্টিমাচ স্বাভাবিক ভাবেই দল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে আকাশের চোট তেমন গুরুতর নয় বলে বলা হচ্ছে ভারতীয় শিবির থেকে। প্রসঙ্গত, ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১০২। সেখানে উজবেকিস্তান ৬৮তম স্থানে রয়েছে। প্রথম ম্যাচে সিরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উজবেকিস্তান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt