দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৫ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার শিবপুর পোস্ট অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন গ্রাহকরা। নেই ডিপোজিট স্লিপ, পাস বই করাতে দীর্ঘ সময় লাগে, গ্রাহকদের টাকায় জেরক্স করে ডিপোজিট স্লিপ জমা নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে দুর্গাপুরের বিধান নগর সাব পোস্ট অফিসের অধীনস্থ শিবপুর পোস্ট অফিসের বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছে গ্রাহকরা।
অভিযোগ স্বীকার করে উদ্ধতন কর্তৃপক্ষের ঘাড়ে দায় চাপিয়েছেন শিবপুরের পোস্ট মাস্টার সুরভী মণ্ডল। যদিও গ্রাহক সম্পদ দত্ত অভিযোগ তোলেন, পোস্ট অফিসে পাস বই করাতে দীর্ঘ সময় লাগে। নিজেদের টাকায় জেরক্স করিয়ে ডিপোজিট স্লিপ করিয়ে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হচ্ছে। একাধিকবার পোস্টমাস্টারকে পে স্লিপ দেওয়ার কথা জানানো হলেও কোনও কর্ণপাত করছেন না বলেও অভিযোগ। কাঁকসার বিদবিহার এবং মলানদিঘির বেশ কিছু অংশের বহু মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই পোস্ট অফিসে। সবাই চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন।