দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের খয়রাশোলের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্র শিবম শ্যাম। খবরের কাগজে দেখেছিল, জন্মদিনে কাউকে রক্তদান শিবিরের আয়োজন করতে। বাড়িতে বাবা মায়ের কাছে আবদার করে, তার জন্মদিনও পালন করা হোক রক্তদান শিবির করে। গত বছর থেকে তাই বাবা কৌশিক ও ম দুর্বা তাদের বড় ছেলে শিবমের জন্মদিন পালন করছেন রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে।
বৃহস্পতিবার ছিল শিবমের ১৩ তম জন্মদিন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এদিন আয়োজিত রক্তদান শিবিরে ৪জন মহিলা সহ মোট ২৫জন রক্তদান করেন। শিবমের বাবা কৌশিক, মা দুর্বা সহ মামা, মাসি,আত্মীয় ও প্রতিবেশীরা রক্তদান করেন। শিবিরে রক্ত সংগ্রহ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন DSVBDF এর সম্পাদক রাজেশ পালিত, চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি, সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, মৃত্যুঞ্জয় সামন্ত, সন্দীপ মজুমদার, আইনজীবী আয়ুব আনসারী প্রমুখ।