Durgapur : রান্নার গ্যাসের বায়োমেট্রিক করাতে নেওয়া হচ্ছে টাকা!

রান্নার গ্যাসের বায়োমেট্রিক করাতে নেওয়া হচ্ছে টাকা! আটক দু’জন

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ ডিসেম্বর ২০২৩: শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়া নতুন হাটতলা এলাকায় রান্নার গ্যাসের বায়োমেট্রিক করাতে নেওয়া হচ্ছে টাকা! এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে ক্ষোভে ফেটে পড়়েন গ্রাহকেরা। অন্ডাল থানার পুলিশ গিয়ে একাধিক মেশিন সহ দু’জনকে আটক করে। তাদের নাম বিশ্বজিৎ মাজি ও নির্মল কুমার ঠাকুর।

গ্যাসের সংযোগের সঙ্গে আধারের সংযুক্তিকরণের জন্য গ্যাসের দোকানগুলিতে লম্বা লাইন পড়ছে। লিঙ্ক বা সার্ভার বিভ্রাটের জন্য চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে অনেক সময়। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গ্যাসের সংযোগের সঙ্গে আধারের সংযুক্তিকরণের জন্য নেওয়া হচ্ছে টাকা।

গ্রাহকদের অভিযোগ, অন্ডালের উখড়ার নতুন হাটতলা এলাকায় বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী লিঙ্ক করার নামে ৪০ টাকা করে নিচ্ছে। সরকারিভাবে বিনামূল্যে করার নিয়ম থাকলেও কেন তাদের কাছে টাকা নেওয়া হবে এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। ঘটনার খবর পেয়ে যায় পুলিশ। একাধিক মেশিন সহ দুজনকে আটক করে পুলিশ। ঘটনার খবর পেয়ে সেখানে যান, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে। তিনি বলেন, যারা এই কাজ করছিল তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt