বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা!

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা!
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জানুয়ারি ২০২৪: বাংলাদেশের নির্বাচন (Bangladesh Election 2024) নিয়ে মার্কিন রিপোর্টে বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়নি। বহু বিরোধী দল নির্বাচনে অংশ নিতে পারেনি। বিরোধী দলের নেতা, কর্মীরা জেলে বন্দি রয়েছেন। আমেরিকার এই প্রতিক্রিয়ায় হতাশ বাংলাদেশ।

রবিবার বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় এসেছে আওয়ামি লিগ (Awami League)। আবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। নির্বাচনের ফলাফল প্রকাশের পরে ঢাকার গণভবনে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন শেখ হাসিনা।

আমেরিকার প্রতিনিধিকে তিনি বলেছিলেন, ‘‘বড় বড় দেশ অনেক কিছু বলতে পারে। আমরা ছোট দেশ। কিন্তু আমাদের দেশে সার্বভৌমত্ব রয়েছে। এই নির্বাচনে যা দেখেছেন, নিজেদের দেশে ফিরে সেটাই বলবেন।” কিন্তু দেখা গেল, বাংলাদেশ নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধিরা নেতিবাচক রিপোর্টই দিয়েছেন। মার্কিন বিদেশ দফতরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধিদের পর্যবেক্ষণ এই যে নির্বাচন মোটেই সুষ্ঠু ও অবাধ হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

#Bangladesh Election 2024


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!