দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৯ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে (Asansol) সোমবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক আরএসএস (RSS) কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সৌমিত্র তেওয়ারি ওরফে ছোটু। থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
আসানসোল উত্তর থানার কন্যাপুর সেনর্যালে কারখানা এলাকার ঘটনা। কন্যাপুর ফাঁড়িতে গিয়ে অগ্নিমিত্রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাল্টা ফাঁড়িতে গিয়ে পাঁচগাছিয়া পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকরা স্লোগান দিতে শুরু করে দেন।
অগ্নিমিত্রা বলেন, “তদন্ত যেন সঠিক হয়। কেউ দোষ করে থাকলে তার শাস্তি হোক। সামনেই লোকসভা ভোট। তাই রাজনৈতিক কারণে যেন কাউকে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। অতীতে আমাদের অনেক কার্যকর্তাকেই ভোটের আগে মিথ্যা মামলা দিয়ে আটকে দেওয়া হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, আইন মেনে পদক্ষেপ করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।