September 29, 2023

অমৃত বচন: রাজনীতির স্রোত ক্রমশঃ যেরূপ পঙ্কিল হয়ে আসছে, মনে হয় যে… রাজনীতি দিয়ে দেশের কোনও বিশেষ উপকার হবে না…

যাদৃশী ভাবনা: মান্দালয় জেল থেকে একটি পত্রে হরিচরণ বাগচীকে নেতাজী লিখছেন, জীবন না দিলে যেমন জীবন পাওয়া যায় না—ভালবাসা না দিলে যেমন প্রতিদানে ভালবাসা পাওয়া যায় না তেমনি নিজে মানুষ না হলে মানুষ তৈরি করাও যায় না। রাজনীতির স্রোত ক্রমশঃ যেরূপ পঙ্কিল হয়ে আসছে, মনে হয় যে, অন্ততঃ কিছু কালের জন্য রাজনীতির ভিতর দিয়ে দেশের কোনও বিশেষ উপকার হবে না। সত্য ও ত্যাগ এই দুটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লোপ পেতে থাকে, রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পেতে থাকে। রাজনীতির অবস্থা এখন বাংলাদেশে যাই হোক না কেন, তোমরা সেদিকে ভ্রুক্ষেপ না করে সেবার কাজ করে যাও। ভক্তি প্রেমের দ্বারা মানুষ নিঃস্বার্থ হয়ে পড়ে। মানুষ যা চিন্তা করে ঠিক সেইরূপ হয়ে পড়ে। নিজেকে যে দুর্বল পাপী ভাবে,সে ক্রমশঃ দুর্বল হয়ে পড়ে, যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলে নিত্য চিন্তা করে সে শক্তিমান ও পবিত্র হয়ে ওঠে। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবতি তাদৃশী। ভিতরের সংযম না হলে বাহিরের সংযম স্থায়ী হয় না। নিয়মিত সাধনা করলে সদ্বৃত্তির অনুশীলন ও রিপুর ধ্বংস হয়ে থাকে। রিপুর ধ্বংস হলেই সঙ্গে সঙ্গে দিব্যভাবের দ্বারা হৃদয় পূর্ণ হয়ে উঠবে।—(সংকলক: সন্দীপ সিনহা)

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: