September 28, 2023

ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে রাশিয়া, পুতিন কি দেশছাড়া? দেশে কি গৃহযুদ্ধ শুরু হল?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জুন ২০২৩: রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) অনুগত ভাড়াটে যোদ্ধার দল ‘ওয়াগনার’ বিদ্রোহী হতেই রাশিয়ায় গৃহযুদ্ধের জল্পনা ছড়িয়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রাণ বাঁচাতে রাশিয়া ছেড়ে পালিয়েছেন পুতিন। বাহিনীর প্রধান অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিনের (Yevgeny Prigozhin) নির্দেশে একাধিক রুশ শহর দখলের পথে ওয়াগনার বাহিনী। পাল্টা প্রতিরোধে রুশ সেনা। যদিও ক্রেমলিন বিবৃতি দিয়ে জানিয়েছে, পুতিন মস্কোতেই আছেন।

কে এই অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিন? বলা হয়, এক সময় তাঁর রেস্তোরাঁ ও কেটারিং সংস্থা ক্রেমলিনে খাবার সরবরাহ করত।  টেলিগ্রামে প্রিগোজিন হুঙ্কার দিয়েছেন, আনুষ্ঠানিক ভাবে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতার মতো মারাত্মক ভুল করেছেন প্রেসিডেন্ট। সোভিয়েত ইউনিয়নে ডাকাতি ও জালিয়াতির অভিযোগে ৯ বছর জেল খেটেছিলেন তিনি। পরে পুতিনের ছত্রছায়ায় শক্তিশালী হয়ে উঠতে থাকেন প্রিগোজিন।

একদিন ওয়াগনার বাহিনীর সর্বেসর্বা হয়ে ওঠেন তিনি। সেই বাহিনী  সিরিয়া, লিবিয়া, ইউক্রেনে যুদ্ধ করেছে। কিন্তু এবার সেই বাহিনীই রাশিয়ায় একের পর এক শহর দখল করার পথে। তারা ইউক্রেন সীমান্তের অদূরে পশ্চিম রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর ভোরোনেজ দখল করে নিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমের খবর।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: