দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ আগস্ট ২০২৪: মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৪২ সালের ৯ আগষ্ট ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। এ বছর সেই ঐতিহাসিক আন্দোলনের ৮২ বছর। সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে হচ্ছে। দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ জোন এর কণিষ্ক রোড এলাকার রোটারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের সভাপতি অমল হালদার, আইএনটিইউসি নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, সংগঠনের যুব নেতা সুব্রত ঘোষ, তুষার ঘোষ প্রমুখ। তরুণ রায় তাঁর বক্তব্যে বলেন, কংগ্রেস সর্বদাই অহিংস নীতিতে বিশ্বাসী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন তার এক আদর্শ উদাহরণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চার দশক আগের সেই ভারত ছাড়ো আন্দোলন বিশেষ তাৎপর্য বহন করছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।