১২টি মিনিবাস ছিল এই রুটে। এবার আরও একটি মিনিবাস চালু হল।
——————————————-
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৪ ডিসেম্বর ২০২৩: একটা সময় বাসের অভাবে হা পিত্যেস করে বসে থাকতে হত এলাকাবাসীকে। দিন বদলেছে। নতুন নতুন বাস চালু হচ্ছে। এর ফলে বীরভূমের (Birbhum) জয়দেব থেকে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার জঙ্গলমহল হয়ে দুর্গাপুর স্টেশন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে।
কাঁকসার মলানদিঘি, আড়া, দুর্গাপুরের সগরভাঙা প্রভৃতি জায়গায় রয়েছে একাধিক বেসরকারি স্কুল, কলেজ। বীরভূম থেকে এবং কাঁকসার গ্রামগুলি থেকে পড়ুয়াদের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হতো। বিভিন্ন কারখানায় কাজ করা শ্রমিকরাও একই সমস্যায় ভুগতেন।
সেই সমস্যা এখন দূর হয়েছে। ১২টি মিনিবাস ছিল এই রুটে। এবার আরও একটি মিনিবাস চালু হল। ফলে যাত্রীদের আরও সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী অনাথ বন্ধু ব্যানার্জি জানান, এখন সময়ে বাস পাওয়া যাচ্ছে। পড়ুয়াদের যেমন সুবিধা হচ্ছে তেমনই কর্মসূত্রে বীরভূম থেকে দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে বীরভূমে যাওয়া মানুষদেরও সুবিধা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।