বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সেই বাড়িতে তল্লাশি শুরু হয়। দুপুর সোয়া বারোটা নাগাদ সিবিআই এর দলটি বেরিয়ে যায়।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ ডিসেম্বর ২০২৩: কয়লা কাণ্ডে লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের ভাড়া বাড়িতে সিবিআই হানা। দুর্গাপুরের ভিড়িঙ্গির আনন্দনগরে দীর্ঘদিন ধরে ভাড়া থাকে সৌরভ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সেই বাড়িতে তল্লাশি শুরু হয়। দুপুর সোয়া বারোটা নাগাদ সিবিআই এর দলটি বেরিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় বেশ কিছু নথিপত্র।
২০১৮ সাল থেকে নিজেকে পরিবহন সংস্থার কর্ণধার বলে আনন্দনগর এলাকায় ওই বাড়িতে ভাড়া থাকতেন সৌরভ। সূত্রের খবর, সৌরভ অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ।
আজ সকাল ৭ টা নাগাদ সিবিআইয়ের পাঁচ সদস্যর টিম সৌরভের বাড়িতে আসে। প্রায় পাঁচ ঘন্টা ধরে তল্লাশি চলে। টিমের নেতৃত্বে ছিলেন একজন মহিলা আধিকারিক। তল্লাশি নিয়ে মন্তব্য করতে চায়নি সিবিআই এর দল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।