আগুন লাগার সময় কোয়ার্টারের ভিতরেই ছিলেন তাঁরা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের সি-জোনে একটি কোয়ার্টারে বুধবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। ডিএসপি কর্মী বিশ্বনাথ শীল ওই কোয়ার্টারে সপরিবারে থাকেন। আগুন লাগার সময় কোয়ার্টারের ভিতরেই ছিলেন তাঁরা।
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের প্রায় দু’ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এদিন দুপুরে বাড়ির জানালা থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। তাঁরা ছুটে গিয়ে ভিতর থেকে বিশ্বনাথবাবু এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর দমকলের একটি ইঞ্জিন। দু’ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।