দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলা (Paschim Bardhaman) পরিষদের সহ সভাধিপতির উপরে হামলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিসের সামনে। এদিন এরিয়া অফিসের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক সংগঠনের (কেকেএসসি ) সমর্থকরা তাঁর উপরে হামলা চালায় বলে অভিযোগ। কেকেএসসি অভিযোগ অস্বীকার করেছে।
এদিন এরিয়া অফিসে কর্পোরেট ওয়েলফেয়ার মিটিং ছিল। সেই মিটিংয়ে স্বীকৃত পাঁচটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। ডাক পায়নি তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি। প্রতিবাদে এরিয়া অফিস গেটের বাইরে বিক্ষোভ দেখায় কেকেএসসি। জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল নেতা বিষ্ণুদেও নুনিয়া সেই সময় মিটিংয়ে যোগ দিতে আসেন।
অভিযোগ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর হামলা চালায় কয়েকজন। ভেঙ্গে যায় গাড়ির হেডলাইট, কাঁচ। মার খান গাড়ির চালক মহম্মদ সিরাজ। কোনও রকমে গাড়ি ঘুরিয়ে তাঁরা এলাকা ছাড়েন। বিষ্ণুদেও বলেন, কেকেএসসি-র লোকজন আমার গাড়ির উপর হামলা চালায়। সেখান থেকে বেরিয়ে না এলে আমিও আক্রান্ত হতাম। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে জানান তিনি।
বিষ্ণুদেও নুনিয়া তৃণমূল করলেও তিনি তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি-র সঙ্গে যুক্ত নন। তিনি এইচএমএসের নেতা। হামলার কথা অস্বীকার করে কেকেএসসি-র এরিয়া ইউনিট সেক্রেটারি বিষ্ণুদেব যশ দাবি করেন, কর্পোরেট ওয়েলফেয়ার মিটিংয়ে তাঁদের প্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে অপমান করা হয়েছে। তাই তাঁরা গেটের বাইরে বিক্ষোভ দেখান। কোনও হামলার ঘটনা ঘটেনি। মিটিংয়ে যোগ দিতে কাউকে বাধাও দেওয়া হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।