দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ মে ২০২৩: কলকাতায় ১৭-১৮ জুন অনুষ্ঠিত হবে বঙ্গ তিলোত্তমা, সিজন ২ (Banga Tilottama season 2)। দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সঙ্ঘে বঙ্গ তিলোত্তমা নিয়ে উপস্থিত হচ্ছে আলভিভা ও পিয়ালী’স। ইভেন্ট ম্যানেজমেন্টে থাকছে স্ট্রিংস অ্যাটাচড ইভেন্টস।
প্রচলিত ধারণা, ফ্যাশন ওয়ার্ল্ডে শুধুই তন্বী সুন্দরীরা জায়গা করে নিতে পারেন। কিন্তু বঙ্গ তিলোত্তমা হাজির করছে জিরো টু প্লাস সাইজ সুন্দরীদের। বডি শেমিং নিয়ে চারিদিকে হাজার কথা। সেই ধারণা বদলের প্রয়াস নিয়েছেন উদ্যোক্তারা।
আলভিভা কর্ণধার অর্পিতা সেনগুপ্ত জানান, মূলত প্লাস সাইজ নিয়ে বঙ্গ তিলোত্তমা কাজ করে থাকে। তবে এবার জিরো সাইজের দিকেও নজর দেওয়া হচ্ছে। বঙ্গ তিলোত্তমার গ্রুমিং এর দায়িত্বে রয়েছেন ফ্যাশন কোরিওগ্রাফার অনির্বাণ মহালনবিশ। ইভেন্টে সাজপোশাকের দায়িত্বে রয়েছেন ফ্যাশন ডিজাইনার দ্বীপান্বিতা চৌধুরী।
শুধু ফ্যাশনই নয়। বঙ্গ তিলোত্তমায় থাকছে আরও চমক। পিয়ালী’স-এর কর্ণধার পিয়ালী বোস বলেন, মহিলারা যাঁরা ঘরে বসে স্বয়ম্ভর হওয়ার চেষ্টা করে চলেছেন, তাঁদের সৃষ্টির সম্ভার সবার সামনে তুলে ধরতে এই ইভেন্টে এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, শাড়ি, কুর্তি, জুয়েলারী, হাতে তৈরি সাবান, পার্ফিউম, ঠাকুরের জামাকাপড়, নানান ধরণের খাবার ইত্যাদি হরেক পসরায় সেজে উঠবে নাকতলা উদয়ন সঙ্ঘ প্রাঙ্গন।
পিয়ালী’স-এর আরও এক কর্ণধার পিয়ালী বিশ্বাস চ্যাটার্জী বলেন, বঙ্গ তিলোত্তমা সিজন ১ এর আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরে। সিজন ২ তে পিয়ালী’স এর হাত ধরে বঙ্গ তিলোত্তমা কলকাতা শহরে আরও বড় স্বপ্ন নিয়ে আত্মপ্রকাশ করছে। ইভেন্টের ফোটাগ্রাফি পার্টনার অয়তি রায় জানান, শহরের বুকে ফ্যাশনের এক নতুন সংজ্ঞা নিয়ে হাজির হচ্ছে বঙ্গ তিলোত্তমা সিজন ২। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।