পেটের দায়ে বিড়ি বাঁধেন। মাঝে মাঝে লোভে পড়ে লটারির টিকিটও কাটেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ, ডেস্ক, ৬ ডিসেম্বর ২০২৩: রাতারাতি বিড়ি শ্রমিক হয়ে গেলেন কোটিপতি! মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরের ঘটনা। পেটের দায়ে বিড়ি বাঁধেন। মাঝে মাঝে লোভে পড়ে লটারির টিকিটও কাটেন। এতদিনে খুলল সৌভাগ্যের দরজা। মাত্র দেড়শো টাকার লটারির টিকিটে রাতারাতি বদলে গেল তাঁর ভাগ্য।
সামশের এর পরিবারের সবাই খুব খুশী এখন। এবার অভাব ঘুচবে সংসারে। সামশের জানান, তিনি মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন। আশা ছিল, একদিন তিনি ঠিক জয়ী হবেন। অবশেষে সেই দিন এল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now