বাড়িতে বসেই গ্যাসের বায়োমেট্রিক সেরে নিতে পারেন

WhatsApp Group
Join Now
এমনিতেই ভর্তুকির পরিমাণ কমতে কমতে ৩০ টাকা কয়েক পয়সায় দাঁড়িয়েছে।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ ডিসেম্বর ২০২৩: গ্যাসের বায়োমেট্রিক করতে হবে ভর্তুকি নিতে গেলে। সময়সীমা ৩১ ডিসেম্বর। ডিস্ট্রিবিউটারের অফিসে লম্বা লাইন পড়ছে রোজ। তবে বাড়িতে বসেই বায়োমেট্রিক করার ব্যবস্থাও রয়েছে। তাই দুশ্চিন্তার কিছু নেই। তাছাড়া এমনিতেই ভর্তুকির পরিমাণ কমতে কমতে ৩০ টাকা কয়েক পয়সায় দাঁড়িয়েছে। এই সামান্য ভর্তুকি যদি না নিতে চান তাহলে এখনই বায়োমেট্রিক না করলেও চলবে!
ভিড় নিয়ন্ত্রণের জন্য ডিস্ট্রিবিউটাররা এলাকায় এলাকায় ক্যাম্প করছেন। সেখানে তুলনায় ভিড় কম হচ্ছে। অ্যাপের মাধ্যমে কাজটি কীভাবে করা যায় তা জানিয়ে দিচ্ছেন ডিস্ট্রিবিউটাররা। সেই অ্যাপ ব্যবহার করে বাড়িতেই ‘ফেস রিকগনিশন’ পদ্ধতিতে বায়োমেট্রিক সেরে ফেলা যাচ্ছে।