অভিযোগকারীর দাবি, তাঁর মৃত বাবার নামে জাল নথি বের করে জমি বিক্রি করে দেয় জমির কারবারিরা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১৪ ডিসেম্বর ২০২৩: মৃতের নামে জাল নথি করে জমি বিক্রির অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কান্ডেশ্বর থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভাস সো নামের ওই জমির কারবারিকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। আরও কয়েকজনের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে।
পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার ধৃতকে তোলা হয় দুর্গাপুুর আদালতে। স্থানীয়দের অভিযোগ, কান্ডেশ্বর এলাকায় কয়েকজন মৃতের জমির জাল নথি তৈরি করে জমি বিক্রির চক্র চলছে। তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করে মৃতদের পরিজনেরা। এক অভিযোগকারীর দাবি, তাঁর মৃত বাবার নামে জাল নথি বের করে জমি বিক্রি করে দেয় জমির কারবারিরা। তারপরেই দুর্গাপুর থানায় অভিযোগ জানান তাঁরা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।