দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর ২০২৩: নিয়োগেও ‘আমরা ওরা’ রাজনীতি! কাজ পাচ্ছেন তৃণমূল কর্মীরা। বঞ্চিত করা হচ্ছে বিজেপি কর্মীদের। এই অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে (ডিটিপিএস) বিক্ষোভ দেখালো বিজেপি। আধিকারিকরা ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন। অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূলের।
ডিটিপিএসের সম্প্রসারণের জন্য প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, সেই কাজে ভিলেজ কমিটির নাম দিয়ে যে ৮০ জন অস্থায়ী কর্মীকে কাজে ঢোকানো হয়েছে, তারা সবাই তৃণমূলের লোকজন। অথচ মাত্র ১৯ জন বিজেপি কর্মীর তালিকা দেওয়া সত্বেও কর্তৃপক্ষ তাদের কাজে নিচ্ছেন না। বেশ কিছুদিন ধরে বিএমএস এর বিরুদ্ধে আন্দোলন করে চলেছে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি ও বিএমএস কর্মী সমর্থকরা ডিটিপিএস কারখানার দুটি গেটের সামনে বিক্ষোভে সামিল হন। কারখানার আধিকারিকদের ঢুকতে বাধা দেন তাঁরা। যদিও বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা লোকনাথ দাস। কারখানা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন ছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।