দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর জি করের ঘটনার প্রতিবাদে রবিবার নাগরিক কনভেনশনের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। শহরের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন উপস্থিত ছিলেন কনভেনশনে। বেনাচিতির স্টিল মার্কেটের একটি হলে আর জি করের তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কনভেনশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে। সভায় মূল প্রস্তাব পাঠ করেন লতা ঘোষ। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন ডা. দীপঙ্কর সেন, ডা. দীপান্বিতা সেন, ডা. গোবিন্দ মন্ডল, আইনের ছাত্রী সম্প্রীতি চক্রবর্তী, সূচনা দত্ত, শিক্ষক সুনীল চক্রবর্তী, উৎপল দেবনাথ, নালন্দা নার্সিং কলেজের সিস্টার টিউটর মিফসা খাতুন, নার্স শম্পা বসু।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
এছাড়াও সাংস্কৃতিক গোষ্ঠী শ্রুতিরঙ্গম, জনান্তিক আবৃত্তি শ্রুতি নাটকের মধ্য দিয়ে বিচারের দাবিকে তুলে ধরেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এই অঙ্গীকার করে ৪ সেপ্টেম্বর রাত ন’টা থেকে দশ টা, একঘন্টা ঘরের আলো বন্ধের যে কর্মসূচি চিকিৎসকেরা ঘোষণা করেছেন, তা দুর্গাপুরেও পালন করার আহ্বান জানানো হয়। এদিন নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি গঠন করা হয়। রাখি জৈন শিপানি ও ইতি বসু দত্তকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কমিটির।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।