বহুতল আবাসনে বেহাল লিফট, আতঙ্কে আবাসিকরা

দুর্গাপুর দর্পণ, ১৬ মে ২০২৪: বহুতল আবাসনে বেহাল লিফট। আতঙ্কে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বামুনাড়ার তপোবন নামের বহুতল আবাসনের আবাসিকরা। তাঁদের অভিযোগ, ১২ তলার এই আবাসনে যখন তখন যান্ত্রিক গোলযোগে লিফটের মধ্যে কেউ আটকে যাচ্ছেন। উপর থেকে নামার সময় ঝটকা দেওয়ায় আবাসিকদের কেউ কেউ জখম হচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে তাঁরা তুমুল বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী এক আবাসিক রুম্পা চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, লিফটের ঝাঁকুনির মধ্যে পড়েছিলেন তাঁরা। তাঁদের কোমরে, হাতে, পায়ে চোট লেগেছে। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। কোনও ব্যবস্থা নিচ্ছেন না আবাসন কর্তৃপক্ষ। যদিও আবাসন কর্তৃপক্ষের তরফে উজ্জ্বল মুখার্জি দাবি করেন, ইঞ্জিনিয়াররা মেরামত করেছেন। লিফটের যে সমস্ত যন্ত্রগুলির জন্য এই সমস্যা, সেগুলি দ্রুত বদলে দেওয়ার আশ্বাস দেন তিনি।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।