দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ এপ্রিল ২০২৪: সোমবার সন্ধ্যায় দেওয়াল দখল ঘিরে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ৯ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগের অভিযোগ, তাঁদের দখলে রাখা দেওয়ালে বিজেপির কর্মীরা দেওয়াল লিখন করতে আসেন। তাঁরা বাধা দিতেই বিজেপির কয়েকজন মহিলা নেত্রী তাঁদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে দেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তাঁদের দখলে থাকা দেওয়াল লিখতে এসে তাঁরা তৃণমূলের বাধার মুখে পড়েন। পুলিশ কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার খবর পেয়ে চলে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তাঁরা দেওয়ালটি মুছে দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)