দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ জুন ২০২৩: প্রচন্ড গরমে নাজেহাল রাজ্য়বাসী। তাপপ্রবাহে জেরবার। এই গরমে আক্রান্ত হচ্ছে পথ কুকুরা। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কুকুরের মৃত্যু হচ্ছে। বহু কুকুর আক্রান্ত হয়ে পড়ে থাকছে রাস্তায়। এই অবস্থায় কী করতে হবে জানালেন, পশু চিকিৎসক।
বাড়ির সামনে বা রাস্তার পাশে মাটির পাত্রে জল বা বালতিতে জল রাখুন। ঝিমিয়ে পড়লে গায়ে ঠান্ডা জল দিন। স্নান করিয়ে দিতে পারেন। ওআরএস খাওয়াতে পারেন আপনার বাড়ির পাশের অসুস্থ কুকুরটিকে। রোদে অসুস্থ হয়ে ডায়ারিয়া, নাক থেকে রক্ত বের হতেও দেখা যাচ্ছে। এ হেন অবস্থায় কুকুরটিকে পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে।
এ বছর গরমের পারদ উর্দ্ধমুখী। এই অবস্থায় রাস্তার যে কোনও প্রাণী অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক। গবাদি পশুদের দিনের বেলায় ছায়াতে রাখুন। জল দিন। স্নান করিয়ে দিন সময় মত।