দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ অক্টোবর ২০২৩: ‘আদিবাসী সংস্কৃতি ও বৃদ্ধাশ্রম’ থিম নিয়ে এবারের দুর্গাপুর কার্নিভাল মাতিয়ে দিল ধান্ডাবাগ পূর্বাঞ্চল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো হিসেবে পরিচিত ওই পুজো কমিটি। আকর্ষণীয় থিম ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য রাজ্য সরকারের ‘বিশ্ব বাংলা’ পুরস্কার পেয়েছে এই পুজো। এখন পর্যন্ত ৪ বার ‘বিশ্ব বাংলা’ পুরস্কার পেয়েছেন উদ্যোক্তারা।
দেখুন ভিডিও
এবার পুজোর ৩৭ তম বর্ষ। এবারই প্রথম কার্নিভালে অংশ নেয় ধান্ডাবাগ পূর্বাঞ্চল সর্বজনীন। এবার পুজোর আকর্ষণীয় থিম ছিল ধামসা-মাদল । আদিবাসী সংস্কৃতির ছবি ফুটে উঠেছিল মণ্ডপ সজ্জায়। প্রতিমাতেও ফুটে উঠেছিল আদিবাসী সংস্কৃতি। কার্নিভালের শোভাযাত্রাতেও ছিল আদিবাসী নৃত্য। পাশাপাশি বিশেষ থিম ছিলো বৃদ্ধাশ্রম। দুর্গাপুরের একটি বৃদ্ধাশ্রমের ১০ জন বৃদ্ধা অংশগ্রহণ করেছিলেন কার্নিভালে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।