
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ এপ্রিল ২০২৪: পশ্চিমবাংলার সরকার থেকে যেদিন তাড়াবো, সেদিন হিসাব ঠিক হয়ে যাবে। মন্ত্রী ব্রাত্য বসুকে চরম হুঁশিয়ারি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ব্রাত্য বলেন, জ্যাঠামশাই দিলীপ মেসোমশাই নির্বাচন কমিশনের চিমটি খেতে কেমন লাগে তা এবার বুঝলেন। আশা করা যায় এবার ওর শিক্ষা হবে। রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছে। মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি মেদিনীপুর থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বর্ধমান-দুর্গাপুরে পাঠানো হয়েছে। তারপরেও ওঁর হুঁশ ফেরেনি। ঔদ্ধত্যপূর্ণ, বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলে চলেছেন। পাল্টা দুর্গাপুর থেকে ব্রাত্য বসুকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )