দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উচ্ছেদ অভিযানে নামল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর নগর নিগম। বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশন বাজারে উচ্ছেদ অভিযান হয়। দুর্গাপুর নগর নিগমের জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। এদিন সকাল থেকে নগর নিগমের আধিকারিকরা বুলডোজার নিয়ে এই অভিযান চালান। সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী মজুত ছিল।
রাজ্যের সব জায়গার মতো দুর্গাপুরেও দুর্গাপুর নগর নিগম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, ডিএসপি কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ধারাবাহিকভাবে সরকারি জমি পুনরুদ্ধারের কাজ চালাচ্ছে। দুর্গাপুরের স্টেশন বাজারে বেশ কিছু সরকারি জমি বেদখল হয়ে গিয়েছিল। এদিন সকাল থেকেই চলে উচ্ছেদ অভিযান। তবে তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় এক দোকানদার কার্তিক ভদ্র বলেন, “সরকারের পক্ষপাতিত্ব চলছে। কোনও কোনও জায়গায় উচ্ছেদ করা হচ্ছে। আবার কোনও কোনও জায়গায় করা হচ্ছে না। গরিব মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত চলছে।” দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা অবশ্য জানান, “মানবিকতার দিকটি খতিয়ে দেখে সরকারি নিয়ম মেনে সরকারি জমি উদ্ধারের কাজ চলছে। পক্ষপাতিত্বের কোনও বিষয় নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।