দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৪: দাবি পূরণ না হলে লোকসভা নির্বাচনেও সক্রিয় অংশগ্রহণ করবেন না। উপযুক্ত ডিএ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সহ নানা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন থেকে জানিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতার শহীদ মিনারে চলছে লাগাতার আন্দোলন। এবার আন্দোলনের ঝাঁঝ পৌঁছালো পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) শিল্পাঞ্চল দুর্গাপুরেরও।
শুক্রবার সকাল থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শুরু হয় প্রতীকী অনশন। যোগ দেন দুর্গাপুরের সরকারি কর্মচারীরা। যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য নির্ঝর কুন্ডু বলেন, “সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধু কলকাতার শহীদ মিনারেই নয় সারা রাজ্য জুড়েই চলছে জোরদার আন্দোলন। যতদিন না পর্যন্ত রাজ্য সরকার দাবি মানছে, ততদিন আন্দোলন চলবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দাবি পূরণ না হলে নির্বাচনের কাজে সক্রিয় অংশগ্রহণ করা হবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।