টাকার অভাবে থমকে দুর্গাপুরে নতুন আদালত ভবন নির্মাণের কাজ! অন্যদিকে, চরম বিপদের ঝুঁকি মাথায় নিয়ে বেহাল ভবনেই চলছে আদালতের রোজকার কাজ।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ অক্টোবর ২০২৩: টাকার অভাবে থমকে নতুন আদালত ভবন নির্মাণের কাজ! অন্যদিকে, চরম বিপদের ঝুঁকি মাথায় নিয়ে বেহাল ভবনেই চলছে আদালতের রোজকার কাজ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে কয়েক বছর ধরে তৈরি হচ্ছে নতুন আদালত ভবনের কাজ। পুরনো ভবনের সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে খসে পড়ছে চাঙর, পলেস্তারা, দেওয়াল, এমনই অভিযোগ সবার। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
রবিবার দুর্গাপুরে নতুন আদালত ভবনের কাজকর্ম খতিয়ে দেখতে আসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখার্জি। ২০২১সালে নতুন আদালত ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু তা আজও অসম্পূর্ণ। কেন? বিচারপতি তা জানতে চান আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত মন্ডলকে।
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, এখনও ২ কোটি ৪২লক্ষ টাকা বিচার বিভাগ থেকে বরাদ্দ হয়নি। আর সেই টাকার অভাবেই কাজ সম্পূর্ণ করতে পারেননি তাঁরা। টাকা বরাদ্দ হয়ে গেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। বিচারপতি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।
আরও পড়ুন- স্কুলে ঝাঁট দিচ্ছেন প্রধান, নর্দমা সাফ করছেন উপপ্রধান
দুর্গাপুর মহকুমা আদালতে বিচার সহ অন্যান্য কাজে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত লেগেই থাকে। কিন্তু আদালত ভবন বেহাল দীর্ঘদিন ধরে। সকলেই আতঙ্কে থাকেন, কখন কী হয়! বিচারপতি এডিডিএ’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দ্রুত দুর্গাপুর মহকুমা আদালতের পুরনো ভবন সংস্কারের নির্দেশ দেন। কালীপুজোর আগেই কাজ শেষ করারও নির্দেশ দেন বিচারপতি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।