
সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর ৩০ জানুয়ারি ২০২৪: সবে আড়াই বছর বয়স। কিয়ান গড়াই। গড়গড়িয়ে বলতে পারে গীতার ১৮ অধ্যায়, ৫০ কবিতা, সব ঋতু আর ২৬ মনীষীর নাম! বলতে পারে ইংরেজিতে সব ফল, পাখির নামও। তীক্ষ্ণ স্মৃতিশক্তির কিরণ আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায়। কিয়ানের আলোয় আলোকিত পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডালের বাসিন্দারা।
কিয়ানের বাবা বাবন গড়াই বলেন, “ছেলে একবছর বয়স থেকেই বই নিয়ে ঘাঁটাঘাটি করতো। কয়েক মাস আগে থেকে একের পর এক বই পড়ে মগজস্থ করেছে অনেক কিছু। গীতার ১৮টি অধ্যায় আর বাণীও বলতে পারে। সব ফল, শাক সবজি, পশু-পাখির নামও ঠোঁটস্থ।
ছেলের সেই প্রতিভা দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন তাঁরা। কিছুদিন পরেই মেলে স্বীকৃতি। মেডেল ও শংসাপত্র বাড়িতে এসে পৌঁছেছে। মা পূর্ণিমা গড়াই বলেন, “ছেলে অনেক বড় হোক। একজন ভালো মানুষ হোক।’’ তিনি জানান, আগামী দিনে গিনিস বুক অফ রেকর্ডসেও আবেদন করতে চান তাঁরা। সেখানেও ছেলে জায়গা করে নেবে বলে আশাবাদী তাঁরা।
কিয়ানের শিক্ষিকা ইন্দিরা ব্যানার্জি বলেন, “দু’তিনবার পড়ানোর পরেই তা মনে রাখতে পারে কিরণ। বাংলা থেকে ইংরেজি, সবেতেই পারদর্শী সে।’’ জীবন সবে শুরু হয়েছে। আগামী দিনে আরও এগিয়ে যাক কিয়ান, চান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।