দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ২ এপ্রিল ২০২৪: ফাইন্যান্স কোম্পানির বাউন্সারের গাড়ির তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বোল্ডার বোঝাই ট্রাক। মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বিরুডিহা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ জানিয়েছে, ইব্রাহিম, নন্দলাল শর্মা ও উত্তম দাসের মৃত্যু হয়েছে।কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মেরে বাইকের উপর উল্টে যায়।ট্রাকের তলায় চাপা পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়।ট্রাকে থাকা বোল্ডার চাপা পড়ে এক সাইকেল আরোহী গুরুতর জখম হয়। তাকে দুর্গাপুর মহকুমা হাস পাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়। ফাইন্যান্স কোম্পানির গাড়ির তাড়া খেয়ে দুর্ঘটনাটি ঘটেছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।