দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ এপ্রিল ২০২৪: তীব্র দাবদাহ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মাথায় জোড়া ফুলের ছবি আঁকা বড় টুপি পরে, হুড খোলা গাড়িতে চেপে পাড়ায় পাড়ায় পৌঁছে যান তিনি। এদিন তিনি কমলপুর, পারুলিয়া সহ ডিএসপি টাউনশিপের বিভিন্ন জায়গায় জনসংযোগ, রোড শো, আদিবাসীদের সাথে নৃত্য থেকে শুরু করে মন্দিরে পুজো দেন।
কমলপুর এলাকায় রোড শো চলাকালীন মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত। কীর্তি আজাদকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাতে থাকেন মহিলারা। এই সময়ে এক মহিলা কীর্তি আজাদকে মালা পরাতে গেলে কীর্তি আজাদ তাঁর গলার মালা মহিলাকে পরিয়ে দেন। সৌজন্যের এই ‘মালাবদল’ এর ঘটনায় উচ্ছ্বসিত হয়ে পড়েন মহিলারা। কীর্তি আজাদ বলেন, মানুষ এভাবেই স্বতস্ফূর্ত ভাবে তৃণমূলের সভায় আসেন। বিজেপির মত লোক ডেকে আমাদের সভা করতে হয় না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#tmc #2024loksabhaelection #TMC #kirtiazad