জাতীয় সড়কে উল্টে গেল পেট্রল বোঝাই ট্যাঙ্কার, পেট্রল নিতে হুড়োহুড়ি

দুর্গাপুর দর্পণ ১৯ জুন ২০২৩: সোমবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পেট্রল বোঝাই ট্যাঙ্কার। রাস্তায় পেট্রল পড়ে যায়। সেই পেট্রল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের এক দিকের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ, দমকল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গিয়েছে, ওই ট্যাঙ্কারটি অত্যন্ত দ্রুতগতিতে এসে একটি গাড়িকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়।