September 28, 2023

এখন থেকে ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ আগস্ট ২০২৩: চাঁদের দক্ষিণ গোলার্ধে ২৩ আগস্ট নেমেছে বিক্রম। তাই এখন থেকে প্রতি বছর ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হবে। দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে ISRO য় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিক্রম যেখানে চাঁদের মাটি ছুঁয়েছে, সেই জায়গার নাম দেওয়া হল শিবশক্তি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে। সেজন্য বড় ভূমিকা নিয়েছে ইসরো। ইসরো মেক ইন ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে।’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: