দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ জানুয়ারি ২০২৪: সরকারি ভর্তুকি, সরকারি ঋণ দিতে অযথা বিলম্ব করছে ব্যাঙ্ক। এমন অভিযোগ পেয়ে ব্লক যুব আধিকারিক ব্যাঙ্কে গিয়েছিলেন কারণ জানতে। উল্টে তাঁকেই ব্যাঙ্কে রাত পর্যন্ত কয়েকঘন্টা ধরে ব্যাঙ্কে আটকে রাখেন ব্যাঙ্ক কর্মীরা। এমনই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া মহকুমার (Katwa) কৈথন গ্রামের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায়।
বুধবার বিকেল থেকে রাত প্রায় আটটা পর্যন্ত কাটোয়া -১ ব্লক যুব আধিকারিক শিবশংকর বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্কে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। তাঁরা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কাটোয়া -১ বিডিও ইন্দ্রজিৎ মারিক ব্যাঙ্কে যান। পরে তিনি জানান, সমস্যা মিটে গিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।