
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ অক্টোবর ২০২৩: বাংলাদেশের (Bangladesh) গুলশনে হোলি আর্টিজান বেকারিতে (Holi Artisan Bakery) ২০১৬ সালের ১ জুলাই রাতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। দেশি-বিদেশি মোট ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।অভিযানে গিয়ে জঙ্গিদের বোমায় শহিদ হন পুলিশের দুই কর্মকর্তা।
এই মামলায় অভিযুক্ত নব্য জেএমবি-র সাত সদস্যকে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল প্রাণদন্ডের নির্দেশ দেয়। এরা হল রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মহম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ।
তাদের মৃত্যুদণ্ড রদ করেছে ঢাকা হাই কোর্ট। তার বদলে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সোমবার হাই কোর্টের বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মহম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।