দুর্গাপুর: জাতীয় সড়কের সার্ভিস রোডে এমন জল জমে আছে, দেখলে মনে হয় যেন নদী। দুর্ঘটনা ঘটেই চলেছে। উল্টে যাচ্ছে অটো, টোটো, গাড়ি। কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড সংস্কারের দাবিতে বহুবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। কিন্তু ফল কিছু হয়নি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে।
শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে সার্ভিস রোডের পরিস্থিতি পরিদর্শন করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সঙ্গে ছিলেন কাঁকসার বিডিও পর্না দে, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের কাছে। জাতীয় সড়কের আধিকারিক অমিত বসু বলেন, “দ্রুত যাতে জল নিকাশি হয়, সেই ব্যবস্থা করা হবে। রাস্তা সংস্কার করা হবে। ভবিষ্যতে যাতে সার্ভিস রোডে জল না জমে সেজন্য স্থায়ী নিকাশি নালার ব্যবস্থা করা হবে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
কাঁকসা সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “দীর্ঘদিন ধরে এই সার্ভিস রোড জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জল জমে নদীর আকার নিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা একযোগে ওই রাস্তা পরিদর্শন করেছেন। দ্রুত যাতে ওই রাস্তা সংস্কার করা হয় সেই ব্যবস্থা করা হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।