দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর ২০২৩: বাড়ির সবাই তীর্থে যেতেই বাড়ি ফাঁকা করে দিল দুষ্কৃতীরা। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের থানা সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, বাড়ির মালিক সুদীপ অধিকারী সপরিবারে ২৬ ডিসেম্বর মায়াপুর গিয়েছেন। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছে খবর পান, বাড়িতে চুরি হয়েছে। সুদীপের বন্ধু সিন্টু মাহাত সুদীপের বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির মূল দরজায় তালা দেওয়া থাকলেও ঘরের দরজা ভাঙা। সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারি ভেঙে নগদ টাকা, গয়না নেওয়া হয়েছে। চুরি গিয়েছে সব আসবাবপত্র।
পরিবারের দাবি, নগদ সহ প্রায় ছয় লক্ষ টাকার সোনার গয়না ও আসবাবপত্র চুরি গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।