বিক্রম চাঁদে নামার শেষ মুহূর্তের রোমাঞ্চকর ভিডিও প্রকাশ করলো ইসরো

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৩: চাঁদে নামার মুহূর্তে ল্যান্ডার বিক্রমের ক্যামেরা বন্দি করেছে চন্দ্রপৃষ্ঠের দৃশ্য। ওই হাই রেজোলিউশন ভিডিওতে দেখা গিয়েছে, চাঁদের পিঠে রয়েছে অসংখ্য ক্রেটার। ধীরে ধীরে নিচে নামছে বিক্রম। একেবারে শেষ কয়েক সেকেন্ডে দেখা গেছে, বিক্রমের গতি খুবই ধীর হয়ে যাচ্ছে এবং তার পরে তা চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করছে পালকের মতো। সেই ভিডিও এক্স হ্যান্ডেল শেয়ার করেছে ইসরো। নিচের লিংক থেকে সরাসরি ইসরোর এক্স হ্যান্ডেল-এ গিয়ে দেখুন সেই ভিডিও।
Here is how the Lander Imager Camera captured the moon's image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro) August 24, 2023