September 29, 2023

পুরীর মন্দিরে মোট কত সোনা আছে জানেন?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ আগস্ট ২০২৩: পুরীর জগন্নাথ দেবের মন্দিরে (Jagannath Temple) মোট কত সোনা আছে জানেন?জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে সম্প্রতি মন্দির কর্তৃপক্ষের তরফে ওড়িশা হাই কোর্টে (Odisha High Court) জমা দেওয়া হলফনামায় সেই প্রশ্নের জবাব মিলেছে। জানা গিয়েছে, পুরীর মন্দিরে মোট সোনা রয়েছে প্রায় ১৫০ কেজি। এছাড়াও রয়েছে ১৮৪ কেজি রুপো।

জানা গিয়েছে, রত্নভাণ্ডারের তিনটি প্রকোষ্ঠ রয়েছে। একটি প্রকোষ্ঠের গয়না দৈনিক পুজোর সময় ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রকোষ্ঠের গয়না বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় বের করা হয়। তৃতীয় প্রকোষ্ঠের গয়না কখনই ব্যবহার করা হয় না। প্রসঙ্গত, দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল ১৯৭৮ সালে।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: