দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ জানুয়ারি ২০২৩: প্রজাতন্ত্র দিবসে (Republic Day) বিনা টিকিটে দেখা যাবে ভারত-ইংল্যান্ড ম্যাচ! ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্টের দ্বিতীয় দিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে ম্যাচ দেখার ব্যবস্থা করছে।
বিনা টিকিটে ম্যাচ দেখতে পাবেন তেলেঙ্গানায় কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা। এছাড়া সেই সুযোগ পাবেন ৫ হাজার স্কুলপড়ুয়াও। ম্যাচ চলাকালীন বিনামূল্যে খাবার এবং পানীয় জলও দেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RepublicDay2024
WhatsApp Group
Join Now