ট্রেনের এসি কামরার ভিতরে ঝরঝর করে পড়ছে বৃষ্টির জল!

ট্রেনের এসি কামরার ভিতরে ঝরঝর করে পড়ছে বৃষ্টির জল!
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জুন ২০২৩: ট্রেনের এসি কামরার ভিতরে ঝরঝর করে পড়ছে বৃষ্টির জল! শুক্রবার থেকেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বই থেকে ইনদওরগামী অবন্তিকা এক্সপ্রেসের (Awantika Express) এসি টু টিয়ার কামরার ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।এসি কামরার ভিতরে এসির ভেন্ট দিয়ে ঝরঝর করে জল পড়ছে। জল থেকে বাঁচতে কোনায় সিঁটিয়ে বসে আছেন এক যাত্রী।

 

ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এটি অবন্তিকা এক্সপ্রেসের ঘটনা। আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রেলের এক সাফাইকর্মী সেই জল পরিষ্কার করছেন। শুক্রবার থেকে প্রবল বৃষ্টিতে নাজেহাল বাণিজ্যনগরী। জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের বহু এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!