নিলামের সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। ২৩ জন ক্রিকেটার এই বেস প্রাইসে নাম নথিভূক্ত করেছেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ ডিসেম্বর ২০২৩: আইপিএল (IPL 2024) শুরু হবে নতুন বছরের শুরুতেই। তার আগে ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে মিনি নিলামের (IPL Auction 2024) আসর। নিলাম শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটায়। নিলামের জন্য নাম নথিভূক্ত করেছেন ৩৩৩ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয়।
নিলামের সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। ২৩ জন ক্রিকেটার এই বেস প্রাইসে নাম নথিভূক্ত করেছেন। ১.৫ কোটি বেস প্রাইসে নাম লিখিয়েছেন ১৩ জন ক্রিকেটার।
৩৩৩ জনের মধ্যে ১১৬ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বাকি ২১৫ জনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ইতিমধ্যেই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিয়েছে, কোন ক্রিকেটারকে রাখছে, কাদের ছেড়ে দিচ্ছে। সব মিলিয়ে এখনও ৭৭ জনের জায়গা ফাঁকা রয়েছে। তার মধ্যে ৩০জন বিদেশি ক্রিকেটার জায়গা পাবেন।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।