দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ এপ্রিল ২০২৪: তীব্র দাবদাহ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন তিনি কমলপুর, পারুলিয়া সহ ডিএসপি টাউনশিপের বিভিন্ন জায়গায় জনসংযোগ, রোড শো, আদিবাসীদের সাথে নৃত্য থেকে শুরু করে মন্দিরে পুজো দেন।
এদিন বিকালে তিনি ডিএসপি টাউনশিপে প্রচার সারেন। হস্টেল অ্যাভিনিউ এলাকায় প্রচারে তিনি বিরল স্নায়ুরোগে আক্রান্ত অসুস্থ স্ত্রী পুণম আজাদকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসেন সবার মাঝে। খুদেদের চকলেট দেন। দুর্গাপুরের স্থায়ী বাসিন্দা হয়েছেন বলেও জানান তিনি। হুইল চেয়ারের হাতল ধরে আমার স্ত্রী দারভাঙায় বাড়ি আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছি। স্ত্রীও হাত জোড় করে এলাকার মানুষদের সাথে পরিচয় করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#tmc #2024loksabhaelection #TMC #kirtiazad