দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ অক্টোবর ২০২৩: জলপথে কলকাতা-ঢাকা যোগাযোগ শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাস’ যাত্রাশুরু করবে সেদিন থেকে। এই প্রমোদতরী ৫১ দিনে ভারতের পাঁচ রাজ্য ও বাংলাদেশের (Bangladesh) একাংশ অতিক্রম করবে। এই সময়ে মোট প্রায় ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে ‘এমভি গঙ্গা বিলাস’।
এই জাহাজে ৩০০ থেকে ৩৫০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। ওয়ান ওয়ে টুরের জন্য প্যাকেজের দাম ৬ হাজার থেকে ৫০ হাজার টাকা। প্রাথমিক এই যাত্রা সফল হলে প্রমোদতরীটি নিয়মিত পরিচালিত হবে। তবে এর আগেও একবার এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১৯ সালের ২৯ মার্চ পর্যটকদের নিয়ে ঢাকা থেকে কলকাতায় যায় ‘এমভি মধুমতি’। তবে এটি লাভজনক না হওয়ায় আর চালানো হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।