দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ২৭ অক্টোবর ২০২৩: হাতে ‘অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র’! লুঙ্গি, গেঞ্জি পরে কাঁধে গামছা নিয়ে বাঁশের মাচার উপরে বসে আছেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের তৃণমূল নেতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।তিনি হলেন অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর বুথের তৃণমূল সভাপতি সাইদুর রহমান মোল্লা ওরফে বুলেট।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনের সময় আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে এক সিপিএম কর্মী খুন হন। ওই খুনের ঘটনায় অভিযুক্ত সাইদুর। অভিযোগ, এলাকায় তাঁর চরম দাপট। বিরোধীরা সব সময় আতঙ্কে থাকে। যদিও সাইদুরের দাবি, ছবিতে থাকা বন্দুকটি আসলে একটি খেলনা বন্দুক। এটি পুরনো ছবি। কেউ চক্রান্ত করে ভাইরাল করে দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।