দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জুলাই ২০২৩: সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্প রাজ্যে। আয়োজন করছে এম আর বাঙুর হাসপাতালের (M R Bangur Hospital) সার্জারি বিভাগ। সরকারি তো বটেই বেসরকারি হাসপাতালের সেরা চিকিৎসকেরাও থাকছেন ক্যাম্পে। সহযোগিতা করছে অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জনস অফ ইন্ডিয়া (ইস্ট জোন চ্যাপ্টার) এবং ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া।
খাদ্যাভ্যাসে বদলের জন্য হঠাৎ ওজন বেশি বাড়লে বা কমলে পিত্তথলির উপর চাপ পড়ে গলব্লাডারে পাথর জমে। খরচের ভয়ে অনেকে অস্ত্রোপচার করাতে পারেন না। তাই রাজ্যের সেরা সার্জেনদের নিয়ে বিনামূল্যে গলব্লাডার অপারেশন ক্যাম্প হবে ১১ এবং ১২ জুলাই। ৪ এবং ৮ জুলাই বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগের ওপিডিতে নাম নথিভুক্ত করতে হবে।