দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ মার্চ ২০২৪: আইপিএল থেকে কি বিদায় নিলেন ধোনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ালেন ধোনি। তারপরেই জল্পনা ছড়িয়েছে, আইপিএলে আদৌ খেলবেন তো ধোনি?
চলতি বছরের শুরু থেকেই তিনি জোরকদমে অনুশীলন শুরু করেন। ধোনি জানিয়ে দেন, এবারের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার আচমকা বিবৃতি দিয়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) জানিয়ে দেয়, আইপিএলে (IPL 2024) দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়।
ধোনি ভক্তদের আশঙ্কা, শেষ পর্যন্ত খেলা থেকেও কি সরে দাঁড়াবেন তিনি? টুর্নামেন্ট শুরুর আগেই ধোনি নেতৃত্ব ছাড়ায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। তাহলে কি তিনি খেলোয়াড় হিসাবে না থেকে চেন্নাই সুপার কিংসে অন্য ভূমিকায় থাকবেন এবারের আইপিএলে? দলের তরফে এখনও এ’বিষয়ে কিছু স্পষ্ট জানানো হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।