দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ আগস্ট ২০২৪: আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে। শুক্রবার সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। চিকিৎসকের মৃত্যুতে উত্তাল হয় আরজিকর মেডিক্যাল কলেজ। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, মূল অপরাধী হিসেবে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে করিডরে ঘুরতে দেখা গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার ব্লু টুথের তারের সঙ্গেও সঞ্জয়ের যোগ খুঁজে পেয়েছে পুলিশ। দোষীর সর্বোচ্চ শাস্তি হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিকে শনিবার ‘এবিপি আনন্দ’ চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃত্যুটা খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে, তা সঙ্গত। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক।” এমন কী এই ঘটনার সিবিআই তদন্ত হলেও রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RG Kar Medical College #RG Kar Death case